?> সুন্দরবন রক্ষার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা « NCBD – National Committee of Bangladesh

Saturday, August 16th, 2014

সুন্দরবন রক্ষার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে বলেছেন, জাতীয় স্বার্থবিরোধী ও সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ, সংগঠন ও বিভিন্ন পর্যায়ের মানুষ প্রতিবাদ জানিয়ে আসছেন। জাতীয় কমিটি ছাড়াও স্বতস্ফুর্তভাবে বিভিন্ন সংগঠন সরকারের সুন্দরবনধ্বংসী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি নিচ্ছেন। এরকম একটি সংগঠন ‘মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদ’। এই সংগঠনের ব্যানারে তরুণদের একটি দল গত ৮ আগস্ট ২০১৪ তারিখে ঢাকা থেকে পায়ে হেঁটে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি নিয়ে সুন্দরবন যাবার কর্মসূচি নেন।

গতকাল শুক্রবার রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় গিয়ে তাঁরা যখন শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালাচ্ছিলেন তখন স্থানীয় আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী পুলিশের উপস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। তাদের হামলায় ১০-১২ জন কর্মী আহত হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। একইসঙ্গে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং জনমত উপেক্ষা করে দেশের দীর্ঘমেয়াদী অপূরণীয় ক্ষতি করে কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না করবার দাবি জানাই।