?> ফুলবাড়িতে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ, সকাল সন্ধ্যা হরতালের ডাক « NCBD – National Committee of Bangladesh

Saturday, November 24th, 2012

ফুলবাড়িতে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ, সকাল সন্ধ্যা হরতালের ডাক

ফুলবাড়ি’র নিমতলী মোড়ে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ১৪৪ ধারা জারির প্রতিবাদে এবং এশিয়া এনার্জি’র পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার প্রত্যাহার ও উন্মুক্ত খননের পক্ষে সরকারি তৎপরতা বন্ধ সহ ফুলবাড়ি চুক্তি’র পূর্ণ বাস্তবায়নের দাবীতে  সমাবেশ থেকে জাতীয় কমিটি ২৪ নভেম্বর শনিবার ফুলবাড়িতে সকাল সন্ধ্যা হরতাল, জাতীয় প্রেসক্লাবের সামনে ২৪ নভেম্বর বিকাল ৩টায় প্রতিবাদ সমাবেশ এবং ২৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

ছবি: ১৪৪ ধারা ভঙ্গ করে ফুলবাড়ি বাসির মিছিল

 

ছবি:হাজারো জনতা সমাবেশ স্থল থেকে পুলিশকে হঠিয়ে দেয়

 

এর আগে ফুলবাড়িতে ২৩ নভেম্বর বিকাল ৩টা’য় নিমতলি মোড়ে পূর্বঘোষিত জনসভা বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় নির্দেশ পাঠায় স্থানীয় প্রশাসনের কাছে। নির্দেশ মোতাবেক প্রশাসন ১৪৪ ধারা জারি করে মাইকিং করে এবং  ১০ জন মেজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব দিয়ে সমাবেশ স্থল ঘিরে রাখে। ফুলবাড়িতে এক জায়গায় সমাবেশ ভন্ডুল করার উদ্দেশ্যে ১৪৪ ধারা জারির প্রতিবাদে দুপুর থেকেই ১০ জায়াগায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল-সমাবেশ হতে থাকে। এক পর্যায়ে হাজার হাজার জনতা সংগঠিত হয়ে মিছিল নিয়ে ফুলবাড়ির নিমতলি মোড়ের মূল সমাবেশ স্থল থেকে পুলিশকে হঠিয়ে দিয়ে মূল সমাবেশের কার্যক্রম শুরু করে। সভায় জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ,  সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ সহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।