?> এড. ফিরোজ আহমেদের মৃত্যুতে জাতীয় কমিটির শোক প্রকাশ « NCBD – National Committee of Bangladesh

Monday, March 10th, 2014

এড. ফিরোজ আহমেদের মৃত্যুতে জাতীয় কমিটির শোক প্রকাশ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে খুলনা জেলার নাগরিক কমিটির নেতা, কমিউনিস্ট নেতা, আইনজীবী নেতা ও জাতীয় কমিটির অন্যতম নেতা এডভোকেট ফিরোজ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা আরো বলেছেন দক্ষিণ অঞ্চলের মেহনতি মানুষের অধিকার আদায় এবং পরিবেশ রক্ষার আন্দোলনে সর্বজন স্বীকৃত ব্যাক্তিত্ব এডভোকেট ফিরোজে আহমেদ এর মৃত্যুতে দক্ষিন অঞ্চল তথা বাংলাদেশের মানুষের অপূরণীয় ক্ষতি হ’ল। তাঁর সংগ্রামী জীবন ও কর্ম দক্ষিন অঞ্চলসহ সারাদেশের মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে যে ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।